বারোমাসি সাজনা বীজ বর্ণনা এবং বৈশিষ্ট্য :
জাতের নাম – বারোমাসি সাজনা
বীজের পরিমান – ৫ গ্রাম।
ছত্রাক সহনশীলতা: খুব ভালো।
ফলন : খুবই অল্প সময়ে ৬০ দিনে
সাজনার ওজন: ২০-২০ গ্রাম।
রং: সবুজ ।
স্বাদ: সুস্বাদু
বৃদ্ধি: সবল।
ফলন: উচ্চ ফলনশীল।
বীজ জার্মিনেশন রেট : ৮০% +
জেনেটিক স্বচ্ছতা : ৯৮%
ফিজিক্যাল স্বচ্ছতা : ৯৮ %
বিশেষ নোট : বীজ কেনার আগে কিছু সতর্কবার্তা – বীজ থেকে চারা তৈরি ধৈর্য ও সাধনার ব্যাপার। আপনি যদি এ বিষয়ে নতুন অথবা নতুন বাগানি হয়ে থাকেন ও মনে করেন যে বীজ মাটিতে পুঁতে দিলেই চারা হয়ে যাবে, সেক্ষেত্রে বীজ না কিনে নার্সারি থেকে রেডি চারা কেনাই উচিত । কারণ একটি বীজ থেকে চারা হবার জন্য বীজের মান ভালো হবার পাশাপাশি আবহাওয়া, মাটি , পরিবেশ, আদ্রতা, কিট বা বালাই ব্যাবস্থাপনা সহ এমন অনেক বিষয় জড়িত।





Rakib Hossain –
bij taratari uthe geche, amar maa onek khushi।
নুসরাত জাহান –
ছোট ছোট পাতা উঠেছে already। Sajna bij er upor onek trust holo
Anika Jahan –
Seeds valo, but instruction leaflet thakle aro easy hoto for beginners.
সাইফুল আলম –
bij gulu valo, khub taratari chara hoise.