অর্গানিক বা জৈব সার
অর্গানিক বা জৈব সার বলতে জীবের দেহ থেকে প্রাপ্ত কোন সার কে বুঝানো হয়েছে অর্থাৎ কোন উদ্ভিদ বা প্রাণির ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় এমন একটি প্রাকৃতিক সার । যেমন: গোবর পচানো সার, পাতা পচানো সার, খৈল পচানো ইত্যাদি। গাছের প্রায় সব খাদ্য উপাদানই জৈব সারের অন্তর্ভুক্ত ।
জৈব সার হল প্রাকৃতিক ভাবে উৎপন্ন একধরনের কার্বন সমৃদ্ধ সার । মাটি ও উদ্ভিদের পুষ্টি সরবরাহ ও বৃদ্ধি বজায় রাখার জন্য এই সার প্রয়োগ করা হয়। জৈব সারের মধ্যে পরে, প্রাণীর বজ্য পচানো, ভার্মি কম্পোষ্ট, তরল কম্পোস্ট, উদ্ভিদ ও লতা পাতা পচানো সার যেমন : বায়োসলিড ও কম্পোষ্ট এবং খনিজ উৎস।
Showing all 2 results
-
Out of stock Read more
Vermi compost or ভার্মিকম্পোস্ট বা “কেঁচো মল”এক ধরনের জৈব সার। এটি বিশেষ কিছু প্রজাতির কেঁচো দ্বারা পচনশীল জৈব পদার্থ হিউমাসের মতো ব্যবহার করে জৈব বর্জ্য কম্পোস্ট করা হয়। ভার্মিকম্পোস্ট তৈরির এই প্রক্রিয়াকে ভার্মিকম্পোস্টিং বলা হয়।
-
Out of stock Read more
ভার্মিকম্পোস্ট বা “কেঁচো মল”এক ধরনের জৈব সার। এটি বিশেষ কিছু প্রজাতির কেঁচো দ্বারা পচনশীল জৈব পদার্থ হিউমাসের মতো ব্যবহার করে জৈব বর্জ্য কম্পোস্ট করা হয়। ভার্মিকম্পোস্ট তৈরির এই প্রক্রিয়াকে ভার্মিকম্পোস্টিং বলা হয়।